নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে করোনা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে মাইজদীর রশিদ কলোনী এলাকায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসভবনের একটি কক্ষে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামী লীগ ফাঁকা বুলি দিয়ে করোনা রুখতে চায়। একবার লকডাউন, তো আরেকবার শাটডাউন। করোনাকে এখন তারা ঈদের ছুটিতে পাঠিয়েছে। আবার করোনাকে রাখা শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারের বারবার ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তার বাড়ির এই স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা রোগীরা সব ধরণের সহায়তা পাবে। শুধু বিএনপিরই নয় সকল দল ও ধর্মের ব্যক্তি এখানে স্বাস্থ্যসেবা পাবেন। এ ছাড়া গরীব-অসহায় রোগীদের চিকিৎসার ব্যয়ও বহন করা হবে এ কেন্দ্রের মাধ্যমে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এজেডএম গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিভিন্ন অংগ-সংগঠনের নেতারা।