ছেলে নিহতের ঘটনায় রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেছেন এক বাবা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক চাপায় ছেলে নিহতের ঘটনায় রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেছেন এক বাবা।
সকাল ১০টা থেকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের দয়ালবাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। এতে বাসসহ অন্যান্য যানবাহন চললেও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রাক মালিক সমিতি এবং পুলিশ প্রশাসনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনার পর ট্রাক চলাচল শুরু হয়। এসময় সড়কে এলাকার লোকজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এতে ওই সড়কে সৃষ্টি হয় তীব্র যানযট। ভোগান্তিতে পড়ে অসংখ্য যাত্রী।