নেত্রকোনায় ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নেত্রকোনার খালিয়াজুরীতে ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছে।
দুপুর ১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের আইবুল মিয়া প্রধানমন্ত্রীর দেয়া ঘরে পানি দিচ্ছিল। এসময় তারে জটিলতা থাকায় বিদ্যুতায়িত হয় তিনি। এসময় তার স্ত্রী ও সন্তান তাকে বাঁচাতে আসলে তারাও বিদ্যুতায়িত হয়। এতে মারাত্মকভাবে আহত হয় তারা। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।