নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকাণ্ডে দোকনঘর তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকাণ্ডে দোকনঘর তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এই দুর্ঘটনায় মালামালসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়
সকালে উপজেলা কাইটাইল ইউনিয়নের জাওলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মদন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকাল সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেককে দুই বান্ডেল টিন এবং নগদ ৬ হাজার করে টাকা প্রদান করা করা হয়েছে।