নির্বাচনে ইভিএম না থাকলেও আওয়ামী লীগ অংশগ্রহন করবে, এ নিয়ে বিতর্কের কিছু নেই

- আপডেট সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম না থাকলেও আওয়ামী লীগ অংশগ্রহন করবে, এ নিয়ে বিতর্কের কিছু নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি জন্মলগ্ন থেকেই প্রযুক্তি বিরোধী বলেই ইভিএমেও তাদের বিরোধিতা- এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে তারা ইভিএম নিয়ে এমন মন্তব্য করেন।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হবে- নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত দেয়ার পর থেকেই বিরোধিতা করে আসছে বিএনপি। এমনকি নির্বাচন কমিশনের কাছেও লিখিতভাবে অভিযোগ জানায় তারা। এ নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধনের সময় কথা বলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। বলেন ইভিএম থাকা না থাকায় আওয়ামী লীগের কিছু যায় আসে না।
অন্যদিকে ঢাকায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বিএনপির প্রযুক্তি ভীতি অনেক আগ থেকেই। বিএনপি নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় জানিয়ে জামিন নিয়েও নানা অমূলক প্রশ্ন তুলছে বলেও মনে করেন ড. হাছান মাহমুদ।