নির্বাচনী উত্তাপে সরগরম গাইবান্ধা-৫ আসন

- আপডেট সময় : ০২:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
নির্বাচনী উত্তাপে সরগরম গাইবান্ধা-৫ আসন। এ্যাডভোকেট ফজলে রাব্বীর মৃত্যুর পর এ আসনে সম্ভাব্য প্রার্থীরা নিজ-নিজ দলের মনোনয়ন লাভে দৌঁড়-ঝাঁপ করছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা এরই মাঝে শুরু করেছেন আনুষ্ঠানিক গণসংযোগ। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মৃত্যুতে গত ২৪শে জুলাই শূন্য হয় এ আসনটি। বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে এ আসনে নির্বাচনী প্রচারনায় দেখা না গেলেও আওয়ামী লীগ ও জাতীয়পার্টির মনোনয়ন প্রত্যাশিরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন থেকে এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাছান রিপন। এবারও আওয়ামীলীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন জোরেশোরে।
বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকা প্রতীকে মনোনয়ন দৌঁড়ে পিছিয়ে নেই ফারজানা রাব্বী বুবলি।
এক সময়ের জাতীয় পার্টির দূর্গ হিসেবে পরিচিত এ আসনে লাঙ্গল উদ্ধারে গণসংযোগ করে যাচ্ছেন জাতীয়পার্টির এই নেতা।
তবে এলাকার সাধারন ভোটাররা মনে করছেন, যারা সুখে-দুখে তাদের পাশে থাকবে এবং এলাকার উন্নয়নে কাজ করবে, তাকেই ভোট দিবেন তারা।