নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘাতের আশংকা নেই : কাদের
- আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘাতের আশংকা নেই। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তবে জাতীয় নির্বাচনে সব সময়ই সংঘাতের আশঙ্কা থাক। সিপিডি যেহেতু ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ এনেছে, তারা বিস্তারিত তথ্য দিলে সেই টাকা দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি কর্মসূচি দিচ্ছে। অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ করছে।
আওয়ামী লীগের নামে যারা নির্বাচনের পরিবেশ দূষিত করবে, তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সিপিডি যেহেতু ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ এনেছে, তাদেরকেই ওই টাকার সন্ধান দিতে হবে বলে জানান তিনি।
সুজন সম্পাদককে বিএনপির এজেন্ট বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।