নিম্নবিত্তের সহায়তা দিতে বিশেষ ওএমএস চালুর উদ্যোগ খাদ্য মন্ত্রণালয়ের

- আপডেট সময় : ০৮:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। আয় রোজগার বন্ধ থাকায় তিন বেলার আহার জোগাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। তাই কম দামে পণ্য কিনতে ভিড় বাড়ছে ওএমএস এর ট্রাকে। নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে বিশেষ ওএমএস চালুর উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। ঈদের আগেও টানা দু সপ্তাহ কঠোর বিধিনিষেধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। রোজগার বন্ধ হওয়ায় অনেকেই কমমূল্যে চাল, ডাল, তেল কেনার চেষ্টা করছেন টিসিবির ট্রাক থেকে।
এদিকে নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে শুরু হয়েছে বিশেষ ওপেন মার্কেট সেল। এখানে প্রতিকেজি চাল ৩০ টাকা এবং আটা বিক্রি হচ্ছে ১৮ টাকায়। শুক্রবার ছাড়া আগামী ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে।
পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায়, অনেকেই দুবার পণ্য নেয়ার চেষ্টা করছেন। এতে নিজেদের মধ্যই বিপত্তি দেখা দেয়।
সামনের দিনগুলো কিভাবে চলবে, তা নিয়ে চিন্তার ভাঁজ নিন্মআয়ের খেটে খাওয়া মানুষের কপালে।
সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে টিসিবির ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম।