নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ভোলায় পুলিশের গুলিতে দুই নেতাকর্মী নিহতেরও প্রতিবাদ জানানো হয়।
সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা বলেন, সারাবিশ্বে জ্বালানি তেলের দাম কমলেও দেশে সরকার জনগণকে বিপাকে ফেলে লাভ গুণছে। ডিম কিনে খাওয়ার সক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। তাই গণতন্ত্রকে মুক্ত করতে বিএনপির নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তারা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধাণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তা, ফোরামের উপদেষ্টা অধ্যাপক আমজাদ হোসেন ও সাবেক উপদেষ্টা অধ্যাপক এনামুল হক।