নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে দিনাজপুরে বেড়েছে ডিমের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে দিনাজপুরে বেড়েছে ডিমের দাম। প্রতি হালিতে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১০ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন সব শ্রেণীর-পেশার মানুষ।
দিনাজপুর ডিম ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রশিদ জামান জানান, বাজারে ডিমের সরবরাহ কমায় বেড়েছে দাম। ফার্ম মালিকদের কাছ থেকে তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পোল্ট্রি ফার্ম মালিক মমতাজ আলী জানান, মুরগির ওষুধসহ পোল্ট্রি-খাবারের দাম বেড়েছে। কোন কোন খাদ্য আবার বাজারে পাওয়াও যাচ্ছে না। ফলে ফার্মগুলোতে কমেছে ডিমের উৎপাদন। এতে বাড়ছে ডিমের দাম। এদিকে, ক্রেতারা বলছেন, বাজার মনিটর করা হলে নিয়ন্ত্রণে থাকবে ডিমসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম।