নিজেদের গাফিলতির স্বীকারোক্তি বিআরটি এমডির : চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী

- আপডেট সময় : ০৬:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কমপ্লায়েন্স মিটিং না হওয়া পর্যন্ত বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরায় দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় এ নির্দেশ দেন তিনি। এদিকে, ওই দুর্ঘটনায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছেন বিআরটি প্রকল্পের এমডি। তবে, এর দায় চাপান চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান- জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের উপর।
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কের মোড়ে বিআরটি’র গার্ডার চাপা পড়ার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় বিআরটি’র শীর্ষ কর্মকর্তারও তার সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শনশেষে মেয়র জানান, সোমবারের দুর্ঘটনার জন্য বিআরটি’র দায়িত্বে অবহেলা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি স্পষ্ট। এ প্রকল্পের কাজে ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
দুর্ঘটনায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করে বিআরটি’র এমডি জানান, এর দায় সম্পূর্ণ চায়নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের।
এদিকে যাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এত বড় দুর্ঘটনা- তাদের দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের স্বজনসহ সাধারণ মানুষ।
গার্ডার-চাপায় ৫ জন নিহতের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও তদন্ত কমিটি হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।