নাসির হোসেন ও স্ত্রী তামিমা তাম্মীর বিচার শুরুর আদেশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
 - / ১৬৪৭ বার পড়া হয়েছে
 
বিয়ে কান্ডের মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রী তামিমা তাম্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
তবে, মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে। সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে ১০ মার্চ। ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। গত বছরের ১৪ ফেব্রুয়ারি কেবিন ক্রু তামিমা তাম্মীকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর তাকে বৈধ স্ত্রী দাবি করে আদালতে মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব। ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে ডিভোর্স না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার প্রমাণ পায় পিবিআই। নাসিরের আইনজীবী অবশ্য দাবি করেন, ডিভোর্স হওয়ার পরই তামিমাকে বিয়ে করেছেন নাসির।
																			
																		














