নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড। ভারতকে ৪ উইকেটে হারিয়েছে ইংলিশ মেয়েরা। ভারতের দেয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১২ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে ভারত। দলীয় ২৮ রান তুলতেই হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে হারমানপ্রিত করের সাথে ৩৩ রানের জুটিতে দলকে কিছুটা চাপমুক্ত করেন স্মৃতি মানধানা। তবে ১৪ করে হারমানপ্রিত ফিরলে আবারও বিপর্যয়ে পরে ভারত। শেষ পর্যন্ত ১৩৪ রানের অলআউট হয় তারা। স্মৃতি মানধানার ৩৫ এবং রিচা ঘোষ করেন ৩৩ রান। জবাবে মিডলঅর্ডার ব্যর্থতায় চাপে পরলেও জয় পেতে কষ্ট হয়নি ইংল্যান্ডের। অধিনায়ক হেথার নাইটের অপরাজিত ৫৩ রানে জয় পায় ইংলিশ মেয়েরা। এদিকে, বৃহস্পতিবার একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

















