নারায়ণগঞ্জ পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতরাতে পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি মাসদাইর পাকাপুল এলাকার একটি পোশাক কারখানার কর্মী। স্থানীয়রা জানান, রাতে রক্তাক্ত অবস্থায় আমানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর মৃত্যু হয় তার।ফতুল্লা থানার কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রস্তুতি ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রার একটি সুইজগেটের পাশের জঙ্গল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে মরদেহটি উদ্ধার করে।















