নারায়ণগঞ্জে র্যাংগস ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান- র্যাংগস ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন হয়েছে নারায়ণগঞ্জে।
দুপুরে শহরের দুই নম্বর রেলগেট সোহরাওয়ার্দী সড়কের হাজী ব্রাদার্স সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে শোরুমের উদ্বোধন করেন রেংগস ইলেকট্রনিক্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিস বিনাস হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা এম সোলায়মান ও প্রতিষ্ঠানের মার্কেটিং এবং সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রেংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম জানান, যমুনা ফিউচার পার্কে অবস্থিত ২২শ’ স্কয়ার ফুটের শো-রুমের পর নারায়ণগঞ্জে হলো অফিসিয়াল ‘সনি’ পণ্যের বৃহত্তম স্টোর। এখানে পাওয়া যাবে ব্রাভিয়া এক্স আর প্রসেসর সমৃদ্ধ এলইডি টিভি, ফোর কে গুগল টিভি, সনি হোম অডিও-ভিডিও সিস্টেম, ক্যামেরা, ওয়াশিং মেশিন, ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেনসহ নানা ইলেকট্রনিক্স পণ্য।