নারায়ণগঞ্জে মাদকের হাট হিসেবে পরিচিত চাঁনমারী বস্তি উচ্ছেদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে মাদকের হাট হিসেবে পরিচিত চাঁনমারী বস্তি উচ্ছেদ করেছে পুলিশ।
দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এই বস্তি উচ্ছেদের ফলে মাদক ব্যবসা কমে আসবে বলে মনে করেন পুলিশ সুপার জায়েদুল আলম। বস্তি উচ্ছেদ পরিদর্শন শেষে তিনি বলেন, এখানে মাদক ব্যবসার ফলে মারামারি, সংঘর্ষ এমনকি খুনের ঘটনাও ঘটেছে। বিভিন্ন সময়ে পুলিশের উপর হামলাও করেছে মাদক কারবারীরা। জেলার নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের দাবির প্রেক্ষিতে ওই বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।