নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র ইমন হত্যাকাণ্ডে চার আসামির মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র ইমন হত্যাকাণ্ডে চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই নারীকে যাবজ্জীবন দেয়া হয়েছে।
অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে তিনজন। দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, ২০১৩ সালে জমির নিয়ে বিরোধের জেরে ষষ্ঠ শ্রেণির ছাত্র ইমনকে বাড়ি থেকে ডেকে হত্যার পর মরদেহ ৯ টুকরা করে ফেলে দেয়া হয়। পরে বাড়ির অদূরে একটি ক্ষেত থেকে টুকরা করা মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার ইমন হোসেন ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
















