নারকেল ও লেবু চুরির সন্দেহে নিজের নাতিকেই পিটিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বাগান থেকে নারকেল ও লেবু চুরির সন্দেহে নিজের নাতিকেই পিটিয়ে হত্যা করেছে দাদা। বরিশালের মুলাদী এলাকায় এই ঘটনা ঘটেছে। দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। এদিকে, খুলনায় জমি দখলকে কেন্দ্র করে হত্যাকান্ডে বাবলু শেখ নামে এক জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গত ২৮ এপ্রিল বরিশালের মুলাদী এলাকায় দশম শ্রেণির ছাত্র জিসানকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেন দাদা আবুল কাশেম হাওলাদার। ঘটনার পর দীর্ঘদিন পলাতাক থাকে আসামী কাশেম। ছায়া তদন্তে কিশোরগঞ্জের ভৈরব থেকে আসামীকে গ্রেপ্তার করে সিআইডি।
এদিকে, জমি দখলকে কেন্দ্র করে খুলানার তেরখাদায় ঘটে যাওয়া বাবুল শেখ হত্যকান্ডের ঘটনায় মুকুল শেখ নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে সিআইডি।
অপরাধ সংঘঠনের পর আসামী আত্মগোপনে থেকে নিজেকে আড়ালে নেয়ার চেষ্টা করে জানায় সিআইডি।