নান্দাইলে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির অভিযোগে একজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সকালে উপজেলার মহেশ কুড়া থেকে তাকে আটক করা হয়। নান্দাইল মডেল থানার পরিদর্শক ওবায়দুর রহমান জানায়, মহেশ কুড়া এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ফরিদ মিয়াকে আটক করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছিল। সম্প্রতি বিষয়টি পুলিশের নজরে এলে অবৈধ ও নকল ব্যন্ডরোলযুক্ত ৯০ হাজার শলাকাসহ তাকে আটক করা হয়।