নানামুখী সংকটে স্থবির জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যসেবা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৬:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ২৮৮৬ বার পড়া হয়েছে
জামালপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চার থেকে পাঁচগুণ রোগী প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন। আবাসন সংকট, চিকিৎসক স্বল্পতা ও নিরাপত্তা কর্মীর নিয়োগ না হওয়ার ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
১৯৬১ সালে জামালপুর জেনারেল হাসপাতালের ৫০ শয্যার একতলা ভবন নির্মাণ করা হয়। ২০০৩ সালে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর থেকে ওই ৫০ শয্যার একতলা ভবনটিকে বহির্বিভাগ হিসেবে ব্যবহার করা হয়। প্রতিদিন বহির্বিভাগে ৭শ থেকে ৮শ রোগী ও তাঁদের স্বজনেরা সেবা নিতে আসে।
হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫০ থেকে প্রায় ৩০০ জন রোগী আবাসিক রোগী ভর্তি থাকে। তবে হাসপাতালে ৭৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৩৯ জন চিকিৎস। এছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণী এবং নিরাপত্তাকর্মীর প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় দুরদুরান্ত থেকে আশা রোগীদের চিকিৎসা সেবা নিতে অনেকটাই সমস্যা হচ্ছে রোগীদের।
অবাসন সংকট দুর করে, চিকিৎস নিয়োগ দেওয়ার পাশাপাশি ৩য় ও ৪র্থ শ্রেণী এবং নিরাপত্তাকর্মী নিয়োগের মাধ্যমে জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী স্থানীয়দের।
হাসপাতালের আবাসন সংকট, ডাক্তার ও ৩য় ও ৪র্থ শ্রেণী এবং নিরাপত্তাকর্মীর জনবল সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানালেন হাসপাতলের উপ-পরিচালক।
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সকলের।

 
																			 
																		






















