নাটোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
নাটোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী মাসুরা বেগম ও শিশু কন্যা মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী আব্দুস ছাত্তার। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্ত্রীর সাথে স্বামীর পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গতরাতে খাওয়া শেষে আব্দুস সাত্তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় সাত্তার তার স্ত্রী ও কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে লুকিয়ে রাখে। এ সময় তার ছেলেকেও মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে সে। দুপুরে মরদেহ দুটি বস্তাবন্দী করার সময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার ও আব্দুস সাত্তারকে আটক করে থানায় নিয়ে যায়।























