নাটোরে জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের জানাযা সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নাটোরে জেলা বিএনপি’র আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হকের জানাযা সম্পন্ন হয়েছে।
দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে তার জানাযা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে, শহরের গাড়িখানা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা বিএনপি’র নেতা-কর্মীরা।