নরসিংদী, কুষ্টিয়া ও খাগড়াছড়ি থেকে তিন জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নরসিংদী, কুষ্টিয়া ও খাগড়াছড়ি থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীর আমদিয়ায় কাইয়ুম মিয়া নামে প্রবাস ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার বাড়ির পাশে খালের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে মাধবদী থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে, মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার মিরপুরে গণধোলাইয়ে নিশান নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে কয়েকজন ভ্যান চুরি করতে গেলে স্থানীয়রা তাদেরকে ধাওয়া দেয়। কয়েকজন দৌঁড়ে পালিয়ে গেলেও দুইজন ধরা পড়ে। পরে, গণধোলাইয়ে ঘটনাস্থলে নিশানের মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে নিজ দোকান থেকে এক কামারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত তিন দিন সে দোকানে রাত্রী যাপন করে। সকালে এক লোক তাকে খুঁজতে এসে উঁকি দিয়ে দেখে উজ্জ্বলের মরদেহ ঝুলছে। পরে, পুলিশ মরদেহ উদ্ধার করে।