নরসিংদী কারাগার থেকে জঙ্গীসহ কয়েদী পালানোর ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গীসহ কয়েদী পালানোর ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি। বর্তমানে কারাগারের নিরাপত্তায় বিজিবি নিয়োজিত। আর কর্তব্যে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে ।এই সহিংসতার ঘটনায় ৪টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে অর্ধশতাধিক। উদ্ধারও হয়েছে কারাগার থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র। ইতোমধ্যে আত্মসমর্পণ করেছে পালিয়ে যাওয়া শতাধিক কয়েদি। আর কারাগার থেকে পালানো দুই জঙ্গি ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভীন মেঘলাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। পালিয়ে যাওয়া ৮২৬ জন বন্দির মধ্যে গত তিনদিনে ৩৩১ জন কয়েদি আত্মসমার্পণ করেছেন আদালতে। উদ্ধার হয়েছে কারাগার থেকে লুট হওয়া ৩৯টি অস্ত্রসহ ১১’শ গুলি।