নরসিংদীতে ১শ’টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়েছে একটি সেচ্ছাসেবী সংগঠন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১শ’টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়েছে রায়পুরার বজলুর রহমান এন্ড শাহানারা বেগম নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
বিকেলে কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করেন ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল।
ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালে রোগীদের অক্সিজেন সংকট মোকাবেলায় পাঁচটি বড়মাপের অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে সংযোগ-কানেকটিং পিপল- নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন সংগঠনটির কর্মীরা।
সাতক্ষীরায় করোনা চিকিৎসায় ১শ’টি অক্সিজেন ফ্লো-মিটার, সার্জিকাল মাক্সসহ তিন লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ।