নরসিংদীতে বিএনপির মিছিলে সংঘর্ষ

- আপডেট সময় : ০৮:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে বিএনপির মিছিল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মিছিলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে, রাবার বুলেট ছুড়েছে পুলিশ।
বিএনপির স্থানীয় নেতারা জানান, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। বিএনপি নেতাকর্মীরা মিছিলটি নিয়ে মনোহরদী উপজেলা সদরে যেতে চাইলে সেখানে বাঁধা দেয় পুলিশ। এতে নেতাকর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একই এলাকায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিএনপিকে মিছিল নিয়ে সামনে না যাওয়ার অনুরোধ জানানো হয়।