নদীভাঙ্গন আর করোনায় এবার ঈদের আনন্দ নেই গাইবান্ধার চরগুলোতে

- আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নদীভাঙ্গন আর করোনায় এবার ঈদের আনন্দ নেই গাইবান্ধার চরগুলোতে। বাড়িতে নেই ভাল খাবার, জোটেনি পরনের পোশাক। অন্যান্য দিনের মতোই ছেড়া পোশাকে খেলাধুলা করে দিন কাটছে শিশুদের।
বছর বছর নদীভাঙ্গনে নাকাল উত্তরের জনপদ গাইবান্ধার বিভিন্ন চর গুলোতে ঈদের আনন্দ নেই ।প্রতিদিনের মত দুবেলা খাবার জোগাতে ঈদের দিনেও কাজের সন্ধানে বের হতে হচ্ছে। বাস্তবতার কাছে ঈদের খুশি নেই তাদের। এবার করোনা সংকটের কারণে নুতন করে যোগ হয়েছে কর্মহীন জীবন। এবার ঈদে তাই সন্তানদের জন্য কিনতে পারেনি নতুন জামা। সাধারণ দিনেই জোটেনা ভাল খাবার। ঈদের খাবারতো পরের কথা। মেলেনি সরকারী-বেসরকারী পর্যায়ের কোন ত্রাণ সামগ্রী। পরিবার পরিজন নিয়ে একরকম হতাশ মনেই দিন পার করছেন এই অঞ্চলের বাসিন্দারা।
শিশুদের ভাল কোন পোশাক না থাকলেও খেলাধুলা আর উল্লাসে দিনটি পার করছে তারা। কমর্হীন পরিবার গুলোর এখন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে।
এদিকে বিভিন্ন চর গুলোতে ঈদে বিভিন্ন সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক।জেলায় সাত উপজেলায় ১৬৫টি ছোট বড় চর রয়েছে।