নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন।
এতে তিনি সম্মান, মর্যাদা ও ভালোবাসার মাধ্যমে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের সেবা করার অঙ্গীকার করেন। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় বাকিংহ্যাম প্যালেস থেকে তিনি এ ভাষণ দেন।
বলেন, যেভাবে রানি অটল নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনিও দেশের সাংবিধানিক নীতি সমুন্নত রাখবেন। গেল বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।
এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি। স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে।