নতুন রঙে সেজেছে বগুড়া
- আপডেট সময় : ০২:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১৭২৫ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনে বিজয়ের পর নতুন রঙে সেজেছে বগুড়া। শোভা পাচ্ছে প্রতিবাদী স্লোগান, ছবি কালজয়ী গান, কবিতার পংক্তিমালা আর শহীদদের প্রতিকৃতি। এমন পাল্টে যাওয়া শহর দেখে উচ্ছ্বসিত সবাই। তাদের প্রত্যাশা প্রিয় বাংলাদেশটাও একদিন এভাবেই পাল্টে যাবে।
রঙে রঙে ছেয়ে গেছে বগুড়া। শহরের কেন্দ্রস্থল সাতমাথা ,সব সড়ক, কলেজ ক্যাম্পাস, সরকারি স্থাপনার দেয়াল সবটাই যেন এখন নতুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুরনো কিংবা নষ্ট দেয়াল মুছে নতুন রং করছে। কখনো রং তুলি আবার কখনো কালার স্প্রে দিয়ে লিখছে প্রতিবাদ আর আন্দোলনের নানা কথা। যেন দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে নতুন এক বাংলাদেশের চিত্র। এমন চিত্র দেখে থমকে দাড়াচ্ছেন পথচারীরা। নজর কাড়ছে সবার। আকর্ষণ করছে সবাইকে। আর ছাত্রদের এই উদ্যোগকে স্বাগত জানান সব শ্রেনী পেশার মানুষ।
শুধু শহর নয়, বগুড়ার সব এলাকায় পর্যায়ক্রমে করা হবে এমন দেয়াল চিত্র জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
সট: মিজানুর রহমান, টিম লিডার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া। ছাত্রনেতারা জানান, বগুড়ায় ত্রিশটিরও বেশি টিম বিভিন্ন সড়কে অংকনের কাজ করছে। ছাত্র পড়ানো কিংবা বাবা-মায়ের কাছ থেকে নেয়া টাকা খরচ করছে এ কাজে।





















