নতুন ধারাবাহিক নাটকে ফারিয়া শাহরিন
- আপডেট সময় : ০২:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ২০১৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার থেকে (১৬ সেপ্টেম্বর) ‘চিরকুমার’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা তুহিন হোসেন।
এই ধারাবাহিক নাটকে ফারিয়া শাহরিনের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার পরিচিত মুখ আরশ খান। নাটকটিতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন ও মারজুক রাসেল এবং সালাউদ্দিন লাভলুসহ অনেক।
‘চিরকুমার’ নাটক নিয়ে অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেন, ‘এই নাটকের গল্পটা অনেক মজার। আজকে যেমন বোরকা পরেছি বয়ফ্রেন্ড যাতে আমাকে চিনতে না পারে। বোরকা পরে একটা দৃশ্যে বয়ফ্রেন্ডকে হাতেনাতে ধরে ফেলি। বয়ফ্রেন্ড্রের জন্য কোন লেভেলের পাগলামি করতে পারি সেটাই দেখা যাবে নাটকে। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবেন।’
জানা গেছে, শিগগিরই ‘চিরকুমার’ ধারাবাহিক নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার শুরু হবে।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া।


























