নতুনভাবে ১ কোটি ৭০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনলো চীন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনার বিস্তার বৃদ্ধিতে নতুনভাবে ১ কোটি ৭০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনলো চীন। শেনজেন শহরে ২০ মার্চ পর্যন্ত লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওমিক্রণ ও ডেল্টার প্রভাবে তিন হাজার ৪’শ মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। এটা জিরো-কোভিড প্রকল্প গ্রহণের পর সর্বোচ্চ। করোনার এই ঊর্ধ্বগতির ফলে দুই সপ্তাহের জন্য ঘরবন্দি হলেন শেনজেন শহরের বাসিন্দারা। এছাড়া, সাংহাইয়ে লকডাউনের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় দুই শহর জিলিন ও ইয়ানজিতে আংশিক লকডাউন দিয়েছে সরকার।