নগরীর সব উন্নয়ন প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা শুধু কাগজ-কলমেই আছে, বাস্তবে নেই : মেয়র আতিক

- আপডেট সময় : ০৮:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
নগরীর সব উন্নয়ন প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা শুধু কাগজ-কলমেই আছে। বাস্তবে কোথাও নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নিরাপত্তার দায়িত্ব ঠিকাদার ও বাস্তবায়নকারী সংস্থাকে নিশ্চিত করতে হবে। না হলে কোন কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সকালে ডিএনসিসি কার্যালয়ে এক সমন্বয় সভায় এ কথা বলেন মেয়র।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের ৪ বছরের কাজ, চলছে ১০ বছর ধরে। এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রাণহানি না হলে বেশিরভাগ দুর্ঘটনাই আড়ালে থাকে। সবশেষ গত ১৫ আগস্ট গার্ডার ধসে ৫ জনের মৃত্যুতে নড়েচড়ে বসে সবাই।
বড় প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিতে সমন্বয় সভা ডাকে ডিএনসিসি। এতে জানানো হয়, প্রাথমিক তদন্তে ঠিকাদার ও বিআরটির গাফিলতি ছিল।
প্রকল্পটিতে বারবার দুর্ঘটনা ঘটায়, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন, বক্তারা।
মেয়র বলেন, প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত না হলে, কাজ বন্ধ করে দেয়া হবে।
যে কোনো সময় ম্যাজিস্ট্রেট নিয়ে বিভিন্ন প্রকল্পে পরিদর্শনে যাবেন তিনি। কোনো অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন মেয়র আতিক।