নগরকান্দায় বালুভর্তি ট্রাকসহ ধ্বসে পড়েছে বেইলিব্রিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বালুভর্তি ট্রাকসহ বেইলিব্রিজ ধ্বসে পড়েছে।
শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদপুরের সাথে নগরকান্দা মোকসেদপুরের যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে ভোগন্তিতে পড়েছে হাজারো মানুষ। স্থানীয়রা জানান, ৮০ দশকে নির্মিত ওই বেইলিব্রিজটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ছিলো। স্থানীয়রা ব্রিজটি ভেঙ্গে নতুন একটি ব্রিজের দাবী জানিয়ে আসছিলেন। সম্প্রতি সড়ক বিভাগ বেইলিব্রিজটিতে জোড়া দিয়ে আংশিক সংস্কার করে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতিপ্রু বলেন, ব্রিজটি ধ্বসে পড়ার খবর পেয়ে সড়ক বিভাগকে জানানো হয়েছে। একটি বিকল্প পথ গড়ে তোলার জন্য তাদের অনুরোধ জানানো হয়।


























