নওগাঁয় মুখ থুবড়ে পড়েছে গ্রামীন চিকিৎসা সেবা ‘গরীবের এ্যাম্বুলেন্স’ প্রকল্প

- আপডেট সময় : ০১:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নওগাঁয় মুখ থুবড়ে পড়েছে গ্রামীন চিকিৎসা সেবা ‘গরীবের এ্যাম্বুলেন্স’ প্রকল্প। এতে সরকারের ব্যয় হয় ২১ কোটি টাকা। সুবিধাভোগীদের অভিযোগ, জনপ্রতিনিধিদের অবহেলা আর প্রশাসনের খামখেয়ালিতে নষ্ট হতে বসেছে সব।
২০১৭ সালে নওগাঁর ৯৯ ইউনিয়নে দেয়া হয় বৈদ্যুতিক চার্জে চলা এই মিনি অ্যাম্বুলেন্সগুলো। উদ্দেশ্য….রাত-দুপুরে প্রত্যন্ত গ্রামের অসুস্থ মানুষদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ আর অব্যবস্থাপনায় সেগুলো নষ্ট হতে বসেছে। বিপদে যাদের হুইসেল বাজিয়ে এগিয়ে আসার কথা; তারাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
এই অ্যাম্বুলেন্সগুলো চালক পরিষদের চৌকিদাররা। অযত্ন আর অবহেলার কথা স্বীকার করেছেন জনপ্রতিনিধিরা।
আর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রশাসন বলছে, টেকসই প্রকল্প গ্রহণ করা যায়নি।
সে সময় প্রতিটি অ্যাম্বুলেন্সগুলো কিনতে খরচ হয় ২ লাখ ৩০ হাজার টাকা। নওগাঁর ৯৯ ইউনিয়নে যার মোট খরচ দাঁড়ায় প্রায় ২১ কোটি টাকা।