নওগাঁর পত্নীতলায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৭১৬ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় ৫৫ বছর বয়সী ইয়াকুব আলী নামে এক ব্যক্তি নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চেহারা ডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পত্নীতলা থানার ওসি জানান, বিত্তশালী হওয়ায় নিরাপত্তা রক্ষায় নিজের লাইসেন্সকৃত একটি বন্দুক ছিল তার। দুপুরে বাড়ির ছাদে উঠে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালায় ইয়াকুব। এ সময় তাঁর স্ত্রী মর্জিনা গুলির শব্দ শুনতে পেয়ে এগিয়ে যান। ততক্ষণে ইয়াকুব মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং বন্দুকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ওসি। ময়না তদন্তের জন্য মৃতদেহ রাখা হয়েছে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে।























