ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না : হুঁশিয়ারি আ’লীগ নেতাদের

- আপডেট সময় : ০৮:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। তারা বলেন, জনগনকে সাথে নিয়ে গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করে বিএনপি নামের অপশক্তিকে নিস্ক্রিয় করা হবে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কৃষক লীগের আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে কৃষক লীগ। এতে কেন্দ্রীয় নেতারাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। আলোচনায় আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি বাংলাদেশকে পরিপূর্ণ পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ।
দলটির সভাপতিমন্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।
স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে কৃষি উপকরণ বিতরণ ও কেককেটে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়।