ধান ক্রয়ে কোন দুর্নীতি সহ্য করা হবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ধান ক্রয়ে কোন দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মধ্যস্বত্ত্বভোগীর সাথে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক স্থাপনে বিরত থাকারও নিদের্শ দিয়েছেন তিনি।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সফরে সরকারি কর্মকর্তা-কর্মবচারীদের উদ্দেশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতন পর্যাপ্ত বৃদ্ধি করেছেন। তাই অর্থের জন্য অন্য কোন জায়গায় হাত পাততে হবে না। সবাইকে দূর্নীতি মুক্ত হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্নতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে বিদেশ থেকে চাল আমদানী হলেও এখন খাদ্যে সয়ংসম্পূর্নতা অর্জিত হয়েছে। এখন দেশে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হচ্ছে। এখন সেগুলো বিদেশে রপ্তানি কারার জন্য চেষ্টা চলছে।