ধর্ষণের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৬২৩ বার পড়া হয়েছে
রংপুরের বদরগঞ্জে নারীকে ধর্ষণের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ বিচারক এই রায় দেন। তবে মামলার আসামি রেদওয়ান পলাতক রয়েছেন।গত ২০০৪ সালে বদরগঞ্জ থানায় নির্যাতিতার পরিবার মামলাটি করে। দীর্ঘ ১৬ বছর পর মামলার রায় ঘোষণা করা হয় আজ। রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৪ সালের ২রা মার্চ বদরগঞ্জের কালুপাড়ায় ধর্ষণের শিকার হন ওই নারী















