ধর্মীয় পোস্টার ছেঁড়ার অভিযোগে পাকিস্তানে এক শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
 - / ১৬৮০ বার পড়া হয়েছে
 
ধর্মীয় পোস্টার ছেঁড়ার অভিযোগে পাকিস্তানে এক শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যা করেছে জনতা। দেশটির শিয়ালকোটে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
নিহত ব্যক্তির নাম প্রিয়ান্থা কুমারা। তিনি স্থানীয় একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। ইসলামী আয়াতযুক্ত একটি পোস্টার ছেড়ার অভিযোগে ওই শ্রীলঙ্কানকে পিটিয়ে মেরে ফেলে শ্রমিকরা। পুলিশ জানান, কারখানার কর্মীরাই প্রিয়ান্থাকে পিটিয়ে গুরুতম জখম করলে তার মৃত্যু হয়। কর্মীরা এসময় কারখানায় ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক টুইটে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, শিয়ালকোটে কারখানায় ভয়াবহ হামলা এবং শ্রীলঙ্কানকে হত্যা পাকিস্তানের জন্য লজ্জার। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।
																			
																		
















