ইভিএমের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব : জাপান রাষ্ট্রদূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ করতে নির্বাচন কমিশন প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি জানান, ইভিএম নিয়ে সিইসি কথা বলেছেন। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন। এই যন্ত্রের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করি। আর বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। একটি বড়ো দলের নির্বাচন বয়কটের বিষয়ে ইতো নাওকি বলেন, নির্বাচনের এখনও এক বছর তিন চার মাস সময় বাকি। সরকার ও নির্বাচন কমিশনারের প্রতি প্রত্যাশা থাকবে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য তারা প্রচেষ্টা থাকবেন।