দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগ করবেন আন্দোলনকারীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এক দফা আন্দোলনে আজ দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগ করবেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেস ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন শিক্ষার্থীরা।
ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, তারা আবারও রাজপথেই কর্মসূচি দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পড়ার টেবিলে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা কখনোই চাকরি করবে না, তারা প্রশ্ন তুলছে আন্দোলন নিয়ে। যতগুলো প্রতিষ্ঠানে রক্ত ঝরছে এর জন্য পুলিশ দায়ী। হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেখানেই হামলা হবে এর দাঁতভাঙা জবাব দেয়া হবে। শিক্ষার্থীদের হারানোর কিছু নেই। সবার চাওয়া মেধার মূল্যায়ন।