দেশের বিশিষ্ট ড্রামবাদক হানিফ আহমেদ সড়ক দূর্ঘটনায় নিহত

- আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশের বিশিষ্ট ড্রামবাদক হানিফ আহমেদ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। অপ্রত্যাশিত এই খবরে শোকের ছায়া নেমেছে সংগীত অংগনের মানুষের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে সহকর্মীদের শোকবার্তায়।
খুব অল্প বয়সেই নিজের সাফল্য দেখিয়েছেন হানিফ আহমেদ । দেশের শীর্ষস্থানীয় সংগীত তারকাদের অত্যন্ত পছন্দের যন্ত্রশিল্পী ছিলেন তিনি। গত দুই দশকে হানিফ আহমেদ সিনিয়র শিল্পীদের সাথেই দেশ বিদেশে বহু বড় বড় অনুষ্ঠানে ড্রামস এবং অক্টোপ্যাড বাজিয়েছেন। সাবিনা ইয়াসমীন, বেবী নাজনীন, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, শুভ্রুদেব, শাকিলা জাফরের মত সংগীত তারকার স্টেজেই হানিফকে ড্রাম বাজাতে দেখো যেতো সব চেয়ে বেশী। তার অকস্মাৎ মৃত্যুর খবর শোকাহত করে দেয় সংগীত অংগন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিফকে নিয়ে শোক বার্তা শেয়ার করেন সংগীত সংশ্লিষ্টরা। একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন হানিফ আহমেদসহ ৬ জনের একটি শিল্পীদল। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
এই ঘটনায় পার্থ গুপ্ত নামে আরেক ড্রাম বাদকও মারা যান। কণ্ঠশিল্পী বিউটির অবস্থাও আশংকাজনক। আহত হয়েছেন, নন্দন চৌধুরী, পাপ্পু ও লুৎফর। পুলিশ জানায়, সোনাপাহাড় এলাকায় একটি লরি ইউটার্ন করতে গিয়ে সামনে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা শিল্পীদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
তার বড় ভাই মানিক আহমেদও একজন নামকরা ড্রাম বাদক। মানিক সকালেই ভইয়ের মরদেহ আনতে চট্রগ্রাম যান। মানিক জানান, হানিফের মরদেহ প্রথমে তাদের শান্তি নগরের বাসায় নেয়া হয়। পরে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।
তা এ চলে যাওয়া মিউজিকের জন্য অপূরণীয় ক্ষতি বল জানালেন তার সহকর্মী সংগীত শিল্পী ইমরান মাহামুদ।