দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসুচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
 - / ১৫৯৯ বার পড়া হয়েছে
 
দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসুচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
সকালে নগরীর কাজির দেউরী মোড় থেকে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন বিএনপির কর্মসুচিতে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে ভীত হয়ে পড়েছে সরকার। এই কারণেই রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি জনগনের বিরুদ্ধে সন্ত্রাসীদেরও লেলিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। দমন নিপীড়ন করে পতন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন যুবদেলের নেতারা। এ সময় মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ দলের সিনিয়র নেতারা।
																			
																		














