দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরো ১০১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
করোনা ও উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ রোগী মারা গেছেন। এদের মধ্যে ছয় জন করোনায় ও ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, বর্তমানে হাসপাতালে ১৮০ জন করোনায় আক্রান্ত ও ৪৬ জন উপসর্গ নিয়ে মোট ২২৬ জন ভর্তি রয়েছে।সাতক্ষীরায় ৪ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, খুলনায় ৮ জন,
করোনা সংক্রমণে চট্টগ্রামে নতুন করে ১১জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুরে মারা গেছেন ৬ জন করোনা আক্রান্ত হয়ে।


















