দেশের বিভিন্ন জেলায় ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে
- আপডেট সময় : ০৬:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও রেখেছে স্থানীয় সিটি কর্পোরেশন।
কাল ঈদুল ফিতরের ১৯৫তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত এখানেই অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হবে ঈদুল ফিতরের জামাত। থাকছে চার স্তরের নিরাপত্তা। জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। স্থানীয় সূত্র জানায়, আবারও লাখো মুসল্লির পদভারে মুখর হবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। করোনায় গত দু’বছর শোলাকিয়ায় ঈদের জামাত হয়নি।আয়োজনের তোড়জোড়ে খুশি এলাকাবাসী। দূরের মুসল্লিদের যাতায়াতে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে যথেষ্ট স্বেচ্ছাসেবক ও মেডিক্যাল টিম।
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদের প্রথম জামাত হবে সকাল ৮ টায়। একই স্থানে ২য় জামায়াত হবে সকাল ৯ টায়।এছাড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে একটি করে ঈদ জামাত হবে। এছাড়া পাড়া মহল্লার বিভিন্ন মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
রাজশাহীর হযরত শাহমখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়। এছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঈদের জামাত রয়েছে সকাল ৮টায়। নারীদের নামাজ আদায়ে আলাদা ব্যবস্থা থাকছে। শহরের প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি জায়গায় ঈদের জামাত হবে।
সকাল ৮টায় সিলেটের প্রধান জামাত হবে ৩’শ বছরের পুরনো ঐতিহাসিক শাহি ঈদগাহে। এই জামাতে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবুল মোমেন অংশ গ্রহণের কথা রয়েছে। সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টি হলে বিকল্প হিসেবে মডেল মসজিদে ঈদের প্রধান জামাতের ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন।
ফেনীতে মিজান ময়দানে সকাল ৮টায় হবে ঈদের প্রথম জামাত। এছাড়া ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ৪৫ এবং লমি হাজারী বাড়ি মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৮টায়।


























