দেশের বিভিন্ন জেলায়ও বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল পালিত

- আপডেট সময় : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায়ও বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ভোর ৬টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই হরতাল। জ্বালানি তেল, সার, খাদ্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি প্রক্রিয়ার প্রতিবাদে হরতালের ডাক দেয়া হয়।
চট্টগ্রামে অর্ধদিবস হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি। জোটের নেতারা হরতাল সমর্থনে নগরীর নিউমার্কেট এলাকায় সমাবেশ ও মিছিল করেছে। এ সময় সড়ক থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে, নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। যথাসময়ে ট্রেন ছেড়েছে।
বরিশালে জোট কর্মীরা সদর রোডের যান চলাচলে বাধা দেয়। তবে, অনাকাংখিত পরিস্থিতি রোধে সতর্ক ছিলো পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী। স্থানীয় ও দূরপাল্লা রুটের বাস-লঞ্চ চলাচলও ছিল স্বাভাবিক।
রংপুরের কাচারী বাজার থেকে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জে শহরের প্রেসক্লাব চত্বর থেকে মিছিল শেষে পথ সভা করে সংগঠনটির জেলা শাখার নেতা-কর্মীরা। তবে, কোন পিকেটিং করতে দেখা যায়নি তাদের।
রাজশাহীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অন্য দিনের মতোই কাজকর্ম চলেছে অফিস আদালতে। তবে, নগরীর সাহেব বাজারে বিক্ষোভ মিছিল বের করে বাম জোট।
খুলনার জনজীবনেও হরতালে কোন প্রভাব ফেলেনি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল যান চলাচল। দূরপাল্লার যানবাহনও চলাচল করেছে নির্বিঘ্নে। তবে, মোড়ে মোড়ে সতর্ক ছিল পুলিশ। বাড়ানো হয় টহল ও পেট্রোল টিম। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয় নগরজুড়ে।