দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই :তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন এ দেশের মানুষ বন্যার সঙ্গে বসবাস করে বন্যাকে কিভাবে মোকাবিলা করতে হয় তা জানে।
বন্যা ও করোনা প্রসঙ্গে বিএনপির সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন অনেক আগ থেকেই তারা মিথ্যাচার করে একই বাঁশি বাজিয়ে যাচ্ছেন। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ভিডিও কনফারেন্সে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
























