দেশের করোনা সংক্রমণের হার না কমলে শিক্ষা প্রতিষ্ঠান কোনভাবেই খুলে দেয়া হবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দেশের করোনা সংক্রমণের হার না কমলে শিক্ষা প্রতিষ্ঠান কোনভাবেই খুলে দেয়া হবে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি।
সকালে রাজধানীর মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত করোনা কালীন অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে সরকার এমন কোন সিদ্ধান্ত নেবে না, যা শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলবে।