দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : ব্রিটিশ হাই কমিশনার

- আপডেট সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। সকালে রাজধানীতে সিজিএস-এর ‘মিট দ্যা অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও মনে করেন রবার্ট ডিকসন।
রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ–সিজিএস আয়োজিত ‘মিড দ্যা অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এবার সমসাময়িক বিষয় নিয়ে মুখোমুখি হন ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবর্ট ডিকসন।
তিনি বলেন, বাংলাদেশে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ নির্বাচন শুধুমাত্র পর্যবেক্ষণ করতে পারে মন্তব্য করে হাই কমিশনার বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা বাংলাদেশেরই দায়িত্ব।
রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য জানিয়ে রবর্ট ডিকসন বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য।