দেশের ইতিহাসে প্রথম যাত্রা শুরু হলো পুলিশ আর্কাইভ-এর
- আপডেট সময় : ০১:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
দেশের ইতিহাসে প্রথম যাত্রা শুরু হলো পুলিশ আর্কাইভ-এর। ইতিহাস সংরক্ষণে এই উদ্যোগের সফল বাস্তবায়ন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের একদল মেধাবী কর্মকর্তা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ইতিহাস, নথিপত্রসহ সব অর্জনই থাকবে এই আর্কাইভে। নিজেদের ৩য় বর্ষপুর্তিতে আনুষ্ঠানিকভাবে এই আর্কাইভের সুচনা করে আরএমপি।
২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিক্ষিত রংপুর মেট্রোপলিটন পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।
শুরু থেকেই আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে বেশ সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি। তবে তৃতীয় বর্ষপূর্তিতে পুলিশ আর্কাইভ স্থাপন করে কৃতিত্ব কুড়িয়েছে দেশব্যাপী।
নগরীর সেন্ট্রাল রোডে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে স্থাপন করা হয়েছে এই আর্কাইভ। যেখানে স্থান পেয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের যা কিছু প্রথম। সেই সাথে রয়েছে নিজেদের অর্জন গুলোও।
আর্কাইভ স্বপ্নদ্রষ্টা ও প্রথম কমিশনার আবদুল আলীম মাহমুদ জানান, যে কোন প্রতিষ্ঠানের গড়ে তোলাই অনেক কষ্টসাধ্য বিষয়। সেই কষ্ট আর অর্জনগুলোকে একসাথে জিইয়ে রাখতেই এমন উদ্যোগ। একদিন ইতিহাসের অংশ হয়ে আলো ছড়াবে এই আরএমপি আর্কাইভ।
বিশেষজ্ঞরা বলছেন, এই আর্কাইভের মধ্য দিয়ে যেমন পুলিশ বাহিনীর ইতিহাস সংরক্ষিত থাকবে তেমনি গবেষণার ক্ষেত্রেও বেশ ভুমিকা রাখবে অন্যদের জন্য।
জন সাধারণের জন্য দিনব্যাপী উন্মুক্ত আর্কাইভটির প্রবেশ মুখেই বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

















